বড়লেখা (মৌলভী বাজার); সকালে মৌলভী বাজারে পবিত্র কোরআনের ২৬ টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে ছাত্র শিবিরের এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয় মিছিলের স্লোগান ছিলো, নারায়ে তাকবির আল্লাহু আকবার, আল -কোরআনের অবমাননা বিশ্ব মুসলিম সইবে না! মিছিলে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের মৌলভী বাজার জেলা এবং বড়লেখা উপজেলার বিভিন্ন নেতাকর্মিগন