মৌলভী বাজার জেলা বড়লেখা উপজেলা প্রতিনিধি এস এম শাহরিয়ান আহমেদ শাকিল আজ মঙ্গলবার সকালে মৌলভী বাজারে পবিত্র কোরআনের ২৬ টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে রিটের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির মৌলভী বাজার জেলা! মিছিলের স্লোগান ছিলো নারায়ে তাকবির আল্লাহু আকবার আল- কোরআনের অবমাননা বিশ্ব মুসলিম সইবে না! শাহাজালালের তলোয়ার গর্জে উটুক আরেকবার জিহাদ জিহাদ জিহাদ চাই! এ সময়ে উপস্হিত ছিলেন মৌলভী বাজার জেলা ও বড়লেখা উপজেলার বিভিন্ন নেতা কর্মী গন উপস্হিত ছিলেন