উখিয়া ( কক্সবাজার ) প্রতিনিধি; প্রসেনজিত বড়ুয়া, যতদিন বাঁচবো মায়ের প্রতি ততদিন কৃতজ্ঞ থাকিবো, শুভ মা দিবস। মা আপনি আমার পৃথিবীর শেষ আশ্রয়স্থল, আপনি আমার সর্গ, আপনিই আমার অভিভাবক, আপনিই আমার পৃথিবীর শ্রেষ্ট সম্পদ। মা আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আমি ছিলাম অবুঝ কিন্তু আজ আপনি আমাকে বানিয়েছেন দশজনের একজন কৃতজ্ঞতা আজীবন মা আপনার প্রতি। মা আপনি আমাকে হাটতে শিখিয়েছেন, আপনি আমাকে লিখতে শিখিয়েছেন, আপনি আমাকে চলতে শিখিয়েছেন, আপনি আমাকে আজ এত বড় করেছেন যা এই পৃথিবীতে আর কারোর পক্ষে করা সম্ভব না আমার জন্য এতকিছু করার। মা হয়তো এখনও আপনাকে ছাড়া কখনো ৩ মাস এর উপরে বাইরে কাঁটায়নি যা আমার পক্ষে সম্ভবও না। এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ কারোর না কিন্তু মা আপনিই আমার জন্য সারাজীবন আছেন এবং থাকবেন বলে আমি লিখে দিতে পারি। মা আপনার ব্যাপারে বলতে গেলে এক বছরেও লিখে শেষ হবে না, তারপরও অল্পতে এতটুকু লেখার চেষ্টা করেছি মাত্র। শুধু একটা কথায় লিখতে পারি যতদিন বাঁচবো ততদিন আপনার প্রতি কৃতজ্ঞ থাকিবো। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।