বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি । ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন । 

কারারক্ষী কোয়ার্টারে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণ করতে সফল হন বলে জানিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান। 

প্রত্যক্ষদর্শীরা জানান আশপাশের সাতটি টিনশেডের বাড়ি পুড়ে গেছে এবং তারা অনেক ভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনেক আসবাবপত্র পুড়ে গেছে । তবে কোনো দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।