গাজীপুর প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি ও তার সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতলে ভর্তি রয়েছেন । তাদের সুুস্থ্যতা কামনায় আজ শুক্রবার গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে গাজীপুর সদর মেট্রো থানা যুবলীগ নেতা আলহাজ¦ আমজাদ হোসেন পলাশের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে রোগমুক্তি কামনা করা হয়। মোনাজাত শেষে সকল মুসুল্লি ও দুস্তদের মধ্যে তবারক বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়াসহ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।