রংপুরে শীতার্তদের মাঝে ইয়ং ইনোভেটরস বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টারঃ পৌষের শীতলতার ছাপ সারা দেশব্যপী। শীতকাল শহুরে জীবনে আমেজ তৈরি করলেও তা নির্দয় অসহায়-গরীব মানুষদের প্রতি, বিশেষত দেশের উত্তরাঞ্চলের মানুষদের।এই শীতার্ত মানুষদের কিছুটা উষ্ণতার স্পর্শ দিতে ২৬শে ডিসেম্বর,২০২১ইং তারিখে “ইয়ং ইনোভেটরস বাংলাদেশ” নামক সেচ্ছাসেবী সংগঠন রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউতি গ্রামে পালন করে “শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০২১”।

বর্তমান সময়ে দেশে অনেক সেচ্ছাসেবী সংগঠন থাকলেও তা অধিকাংশই শহরমূখী। যার কারণে প্রত্যন্ত এলাকার মানুষগুলো এসকল সহযোগীতার হাতের স্পর্শলাভ করে না। তাই সংগঠনটি উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামকে বেছে নেয় সহযোগীতা প্রেরণের জন্য। শীতবস্ত্র বিতরণে অংশ নেয় ইয়ং ইনোভেটরস বাংলাদেশ এর সেচ্ছাসেবীগণ। সংগঠনটির সেচ্ছাসেবীরা দেউতি গ্রামের ভিন্ন ভিন্ন কয়েকটি স্থানে প্রায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করে। স্থানীয় এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ এবং সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি সম্পন্ন করা হয়।
সংগঠনটির পরিচালক গৌতম শার্মা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে, প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে সহযোগিতা পৌঁছানো কষ্টসাধ্য বা বিভিন্ন কারণে যে অসহায় মানুষগুলো সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে থাকে তাদের কাছে অধিকারটুকু পৌঁছে দিতে।

উল্লেখ্য যে, ইয়ং ইনোভেটরস বাংলাদেশ একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। “পরিবর্তনের লক্ষ্যে সৃজন” এই লক্ষ্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে সঠিক জ্ঞানের প্রসার, বাঙালী জাতীয়তাবাদে উদ্ভুদ্ধকরণ এবং মানবসেবা’কে সামনে রেখে কাজ করে যাচ্ছে সংগঠনটি।