নিজস্ব প্রতিবেদকঃ

রংপুর র‌্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। বৃহ¯পতিবার ভোর রাতে, রংপুর মাহীগঞ্জ থানার নাছনিয়া রংপুর এলাকা মহাসড়কের পাশে পেট্রোল পাম্প সামনে সন্দেহভাজন ১টি প্রাইভেটকার তল¬াশী করে ব্যাক ডালায় থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধারকরা হয়। এসময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী,উপজেলার পূর্ব কুরুষা ফেরুষা গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে রফিকুল ইসলাম রফিক, শহিদ মিয়ার ছেলে তহিদুল ইসলাম, মৃত আবুল হোসেনের ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। তথ্য সুত্রে জানা যায়,তারা সংঘবদ্ধ মাদক চোরাকারবারী দলের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে গাঁজাগুলো ঢাকায় সরবরাহ করার কথা ছিল। এছাড়াও তারা প্রাইভেটকারে যাত্রী পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার রয়েছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।