জাতির বার্তা ডেস্কঃ   রংপুরে গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে পার্কের মোড় এলাকার সেভ এন্ড সেফ রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ই কমার্স ওয়েবসাইট দোকানওয়ালা ডট কমের ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দোকানওয়ালা ডট কমের সিইও জনাব রাকিব হাসান বলেন বর্তমান ডিজিটাল যুগে পৃথিবীর সব কিছুই মানুষের একদম হাতের নাগালে আর তাই রংপুরের সকল নাগরিকদের দোকানওয়ালা ডট কমের মাধ্যমে ডিজিটাল বাজার সেবা এবং অন্যান্য ই-কমার্স সার্ভিস দিতে চাই । যান্ত্রিক জীবনে দৈনন্দিন চাহিদাকে সহজতর করাই দোকানওয়ালা ডট কমের লক্ষ্য ।

তিনি তার বক্তৃতায় বলেন রংপুর বাসীর জন্য এটা সুখবর কারণ আমরা দিচ্ছি মাত্র ১ হাজার টাকার বাজারে ফ্রি ডেলিভারি , সম্পূর্ণ ফরমালিন মুক্ত শাক সবজি, সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যে ডেলিভারি, ২৪ ঘন্টা মেডিসিন সার্ভিস । তিনি আরও জানান যে, দোকানওয়ালা ডট কমের নতুন পদযাত্রা উপলক্ষে আগামী ৭ দিন ফ্রি ডেলিভারি দেওয়া হবে ।

এসময় উপস্থিত ছিলেন দোকানওয়ালা ডট কমের এমডি সহ অফিসের সকল নবীন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা ।

 

তরুণদের এই ই-কমার্স সার্ভিসের উদ্যোগকে শুভকামনা জানায় তরুণ যুবসমাজ ও সাধারণ মানুষ।