নিজস্ব প্রতিবেদক – লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্ডিবাড়ী বাজারের মধ্য দিয়ে চলে যাওয়া রাস্তা। আদিতমারী হতে শিয়ালখাওয়া ও চাপারহাট বাজারে যাওয়ার জন্য এটিকে প্রধান সড়ক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে । কিন্তু দেখা যায় রাস্তার বেহাল দশা,একটু বৃষ্টি হলেই এক হাটু কাদা হয়ে যায়,অথচ এই রাস্তায় প্রতিদিন অনেক যানবাহন ও শত শত মানুষ যাতায়াত করে থাকেন।রাস্তার এই বেহাল দশায় ভোগান্তিতে পড়েছে কাঁচামালবাহী গাড়ী ও সকল যানবাহন,ভোগান্তিতে পড়েছে সাধারণ এলাকাবাসী,সবার ভোগান্তি দূর করে চন্ডিবাড়ী বাজারে মানুষের চলাচলের সুব্যবস্থা করতে স্থানীয় প্রতিনিধিদের কাছে এলাকাবাসীর অনেক দিনের দাবি।