কাপ্তাই প্রতিনিধি (রাঙ্গামাটি)- ২নং রাইখালী ইউনিয়নের বহু পুরানো সাম্পান ঘাটে উঠা-নামার/চলাচলের রাস্তাটির জরার্জীণ অবস্থার বাস্তব চিত্র সহজেই দৃশ্যমান।প্রতিদিন নানান পেশার মানুষের চলাচল এই সাম্পান ঘাট দিয়ে।সকাল-রাত নানা প্রয়োজনে সর্ব্স্তরের জণগণ চলাচল করে এই সাম্পান ঘাটস্থ নদী পারাপারের উঠা-নামার রাস্তা দিয়ে। বহু প্রাচীন এই রাস্তাটি আজ যেন অবহেলিত।
সাম্পান ঘাটস্থ যাত্রীসাদারণের চলাচলের এই রাস্তাটির র্পূব ও পশ্চিম ধারে পানি নিস্কাশনের ব্যবস্থা কোন এক সময় দৃশ্যমান হলেও কালের আবর্তে তা যেন হারিয়ে গেছে।যার ফলশ্রুতিতে অতি বৃষ্টিতে বেশিরভাগ পানি মুল রাস্তা হয়ে নদীতে গিয়ে পড়ে। এ রাস্তা সংলগ্ন পশ্চিম ধারে আছে দোকান তথা ব্যবসা-প্রতিষ্ঠান এবং র্পূব ধারে আছে বসতবাড়ি ও দোকানপাট। আর আছে একটি যাত্রী ছাউনি।রাস্তা সংলগ্ন দুই ধার যেন অপরিস্কার-অপরিচ্ছন্ন।যার ফলে উদ্ভট এমন পরিস্তিতিতে অত্র ঘাট পারাপাররত জণসাধারণ প্রতিনিয়ত  চরম দূর্ভোগের স্বীকার হচ্ছেন। এর উপর গত ক’দিন ধরে রাস্তাটির উপর যত্রতত্র বালিও ইটের স্তূপ দৃশ্যমান।এমনিতেই সাম্পান ঘাটস্থ নদী পারাপাররতদের উঠা-নামার এই রাস্তাটি তেমন প্রশস্থ নয়,তার উপর কে বা কারা বালিও ইটের স্তূপ রেখে রাস্তাটিকে সংকুচিত করে নদী পারাপাররত জণগণের র্দূভোগ যেন বহুগুনে বাড়িয়ে দিয়েছে।একটু বৃষ্টি হলেই এমনিতেই রাস্তাটির বেহাল দশা হয়,তার উপর ভারী বৃষ্টি ,যার দরুন অবর্ণৃনীয় র্দূভোগের মুখোমুখী অত্র ঘাট দিয়ে পারাপাররত জণসাধারণ।রাইখালী বাজারের অধীনেই এই সাম্পান ঘাটএবং সাম্পান ঘাটস্থ রাস্তার সবকিছু তদারকি।অতীব দুঃখের বিষয় হল,এই সাম্পান ঘাটস্থ নদী পারাপাররত যাত্রীদের উঠা-নামার এই রাস্তাটির করুণ দশা দেখেও কেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধানের কোন র্কাযকর পদক্ষেপ গ্রহনে সময়ক্ষেপন করছেন তা সকলেরই জীজ্ঞাসা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উন্ননয়নের সার্বিক চিত্র যেখানে দৃশ্যমান,সেই উন্নয়নের ধারা দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ুক এটিই সকলের প্রত্যাশা।

এমতাবস্থায়, ,রাইখালী সাম্পান ঘাটস্থ সর্ব্ সাধারণের নদী পারাপারে ব্যবহৃত রাস্তাটিতে সৃষ্ট র্দূদশা সদয় বিবেচনাপূর্ব্ক যতদ্রুত সম্ভব দূরীভুত করতঃ উপযুক্ত পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি করে চলাচলরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকল পেশার সকল শ্রেণীর মানুষ।