রাঙ্গাবালী ( পটুয়াখালী) প্রতিনিধিঃ   দেশীয় মদসহ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে দেড় লিটার দেশীয় মদসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাংকুনী পাড়া গ্রামের মো: শানু মল্লিকের ছেলে সাইমুন মল্লিক (১৯), একই ইউনিয়নের ছাতিয়ান পাড়া গ্রামের সাকওয়াত মৃধার ছেলে রায়হান মৃধা (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা মাদক সেবনকারী দীর্ঘদিন এদের উপর নজর রাখছে প্রশাসন।গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজী ফজলুর রহমানের নেতৃত্বে সোমবার রাত ৯ টার দিকে উপজেলার বড়বাইশদিয়া থেকে চোলাই মদসহ আটক করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে প্রোরণ করা হয়েছে।