রাঙ্গাবালী প্রতিনিধিঃ
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন এর পাস ঘেঁষা তপশির চর। যেখানে রয়েছে ম্যানগ্রোভ বন অঞ্চল যা পরিবেশ এর ভারসাম্য রক্ষাকরে এবং উপকূল অঞ্চল গুলোকে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদে রাখে। কিন্তু চরমোন্তাজ রেঞ্জ এর ফরেস্ট কর্মকর্তা কর্মচারিদের বেখেয়ালিপনার কারনে চরমোন্তাজ সহ রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকার মহিষ তপশির চরে ছেরে দেওয়া হয়। ফলে সামুদ্রিক যে গাছ গুলো তপশির চরে রয়েছে সেগুলো মহিষে খেয়ে ফেলে এবং পায়ের পাড়ায় ছোট গাছ গুলো ভেঙ্গে পিষ্ট হয়ে যায়।এ বিষয় চরমোন্তাজ রেঞ্জ আফিসার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।তাই বনাঞ্চল রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের এখনই দৃষ্টি দেওয়া উচিত।