রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে জলে ভাসা মান্তা সম্প্রদায়ের এক শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে ।
মোঙ্গলবার দুপুর ১২ টায় মান্তা পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান ও উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক কেএম মাহফিজুর রহমান।
এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আহম্মেদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) ফারুক আহম্মেদ, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান,পটুয়াখালী জেলা পরিষদের সদস্য এ কে শামসুদ্দিন আবু মিয়া,চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, মোঃ বেলাল সোসাইন চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ, এম আজাদ খান সাথী প্রমুখ।