রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে মাফিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন রাঙ্গাবালী থানা পুলিশ। বুধবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে মাফিয়া ওই গ্রামের এমদাদুল গাজীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়  মাফিয়া দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিল একাধিক বার ডাক্তার দেখিয়ে চিকিৎসা দেওয়ার পরেও তার মানসিক সমস্যার সমাধান হয়নি। দুপুরে পরিবারের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন,লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং রাঙ্গাবালী থানায় অপমৃত্যুর মামলা হয়।