রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া-পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৫ জনের সন্ধান এখনও পাওয়া যায়নি।
তাদের উদ্ধারে বৃহস্পতিবার মধ্যরাতের পর শুক্রবার সকাল থেকে আবার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- রাঙ্গাবালী থানার পুলিশ কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালীর বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), এনজিও আশার, রাঙ্গাবালীর খালগোড়া শাখার ঋণ অফিসার হুমায়ুন কবির (৩০), গলাচিপার আমখোলার হাসান (৩৫) ও বাউফলের কনকদিয়া ইউনিয়ন এর ইমরান (৩৪)।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে পানপট্টির উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী স্পিডবোট আগুনমুখার মাঝামাঝি গিয়ে ঢেউয়ের তোড়ে তলা ফেটে ১৭ জন যাত্রী ও চালকসহ ডুবে যায়।
এতে চালকসহ ১৩ যাত্রী জীবিত উদ্ধার হলেও ৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে মধ্যরাত পর্যন্ত অভিযান চলে।
উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, তাদের লাইফ জ্যাকেট দেয়া হয়নি। নদী উত্তাল দেখে ঘাটে ফিরে আসতে বললেও সেই কথা শোনেনি চালক।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, উদ্ধার অভিযান চলছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে।