রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৩৬৩৫ জন নিবন্ধিত জেলেদের মাঝে দ্বিতীয় ধাপে ৩০ কেজি করে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে এই বিতরন কার্যক্রম।
চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরমোন্তাজ ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন,চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ। চাল বিতরনে তদারকির দায়িত্বে থাকা উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ৩৬৩৫ কার্ড ধারী জেলেদের মাঝে আমরা ৩০ জেজি করে চাল বিতরন করেছি।