ডাকসুর সাবেক ভিপি নুর তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, রাজনীতির মাঠ অনেকদিন ধরে ঠান্ডা। এর মধ্যে নিরবে আল-জাজিরা সরকারের যেসব অপকর্ম বিশ্ব দরবারে তুলে ধরলো তা থেকে বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসীর দৃষ্টি সরাতে ‘ জিয়ার খেতাব বাতিল ‘!
সরকারের সংকীর্ণ মানসিকতা থেকে এর আগেও ‘চন্দ্রিমা উদ্যান ‘ থেকে জিয়ার কবর সরানোর মতো নোংরা রাজনীতির চেষ্টাও দেখেছি। আমি বিএনপি না করলেও জিয়াউর রহমানের মতো রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে সরকার ও আওয়ামীলীগের এমন সংকীর্ণ রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবিধান লঙ্ঘনের দায়ে যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘ বীরউত্তম ‘ মুক্তিযোদ্ধা খেতাব বাতিল হয় তাহলে ভিন্নমত দমনে মামলা-হামলা, গুম, খুন,ও অবৈধভাবে ক্ষমতা দখলে জনগণের ভোটাধিকার হরণের দায়ে বিনা ভোটের স্বৈরাচার সরকারের এমপি,মন্ত্রীদের রাজাকার হিসেবে ঘোষণা করা উচিত।