রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের একটি আলুর ক্ষেতে প্রশিক্ষণ বিমান জরুরী অবতরণ করেছেন। যান্ত্রিক ক্রুটির কারণে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এসটিএজিজি প্রশিক্ষণ বিমানটি জরুরী অবতরণের সময় আচড়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এলাকাবাসী ছুটে যায়। সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন।  বিমানটিতে যে দুজন ছিলেন, তার মধ্যে একজন প্রশিক্ষক ও অন্যজন প্রশিক্ষণার্থী।
এ সময় বিমানটি উল্টে গিয়ে দুইজন পাইলট সামান্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় বলে জানা গেছে। শিক্ষানবিশ পাইলট মবিন ও মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।