রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও এক নারীসহ ০৩ ব্যক্তি গ্রেফতার। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার কুখন্ডি সোনারপাড়া এলাকায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, মাহমুদা খাতুন (২১), জামাল উদ্দিন(৩৫) ও সাইহানুর রহমান ওরফে জজ (৩৫)।

আজ আরএমপি দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, গ্রেফতারকৃত সাইহানুর রহমান ওরফে জজ (৩৫) এর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।