রাজশাহীর বাঘায় পূজা মন্দিরে অনুদান প্রদান করলেন প্যানেল মেয়র পিন্টু।
বাঘা(রাজশাহী)প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপির নির্দেশনায়
বাঘা পৌর এলাকার বলিহার সার্বজনীন দূর্গা মন্দিরের উন্নয়ন মুলক কাজে (টিন) সহায়তা প্রদান করেছেন পৌর প্যানেল মেয়র ও যুবলীগ নেতা  শাহিনুর রহমান পিন্টু।
বুধবার (৬ অক্টোবর ) সকাল ১১টায় বাঘা পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিনুর রহমান পিন্টুর নিজ অর্থায়নে এই অনুদান দিয়েছে বলে জানা যায়। বলিহার মন্দিরটির সামনের টিনের চালা নষ্ট হয়ে পানি পড়ে বলে প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুকে অবগত করলে, তিনি
দ্রুত প্রায় ১৬ হাজার টাকা ব্যয়ে উন্নত মানের টিকসয় ৩ বান্ডিল  টিনের ব্যবস্তা করে দেন।এতে বলিহার এলাকার হিন্দু সম্প্রদায় অত্যন্ত খুশি ও সকলের পক্ষে সভাপতি শ্রী শুকুমার সরকার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা পিন্টুকে আশির্বাদ করেন।
উল্লেখ্য, বাঘা পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন স্থানের জনসাধারণের আপদে বিপদে পাশে থেকে নিজ অর্থায়নে সার্বিক সহায়তা করেন বাঘা পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু।