ঝালকাঠি প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সালমা আলমগীর। জানা গেছে গত কাল ১০ মার্চ বুধবার সকালে রাজাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে মহিলা মেম্বর পদ প্রার্থী হিসাবে তিনি নিজেই ফর্ম সংগ্রহ করেছেন। বাউল শিল্পি সমাজসেবক সালমা আলমগীর বলেন, রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নের ৭,৮, ও ৯ নং মহিলা সংরক্ষিত আসন থেকে তিনি নির্বাচন করবেন। তিনি আরো বলেন, স্থানীয় মেম্বার চেয়াম্যানদের এলাকার জটিল ও বড় বড় সমস্যা নিয়ে প্রায় সময়ই ব্যাস্ত থাকতে হয় এবং কিছু কিছু সমস্যা সমাধানের মালিক কেবল জনপ্রতিনিধিরাই। সে ক্ষেত্রে এলাকার নারীদের পারিবারিক ছোট খাটো কিছু সমস্যা নিয়ে জন প্রতিনিধিদের কাছে মাসের পর মাস ধর্ণা দিয়েও কোন সমাধান পাচ্ছেন না। তাই তিনি এ সকল সমস্যার বিষয় বুঝতে পেরে নির্বাচন করার ইচ্ছা করেছেন। ওই এলাকাটি প্রতিবন্ধি অধ্যুষিত এলাকা হওয়ায় তিনি অনেক আগে থেকেই প্রতি বন্ধি, হতদরিদ্র ও অসহায় মানুসের পাশে থেকে তার সাধ্যমতো সাহায্য সহোযোগীতা করে আসছেন। তাই এলাকার মানুষ সবাই তাকে চিনেন এবং ভালো জানেন। সালমা আলমগীরের আরো তিনজন নারী প্রতিদ্ব›িদ্ব থাকলেও এবার ষুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বিপুল ভোটে বিজয় লাভ করবেন বলে তিনি আশা করেন। তার নির্বাচনি এলাকায় নারী-পুরুষ মোট পাঁচ সহস্রাধিক ভোটার রয়েছেন।