ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ আজ দুপুরে ঝালকাঠির  রাজাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে  ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে বরিশাল ভান্ডারীয়া আঞ্চলিক মহাসড়কের ২.৫ কিলোমিটার পথ অতিক্রম করে একই সড়কের  দীর্ঘ ৫ কিলোমিটার পথ  অতিক্রম উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় ম্যারাথন দৌড়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ২২ ইন্জিনায়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ৭ পদাতিক ডিভিশন  ও উপজেলা প্রশাসনের  উদ্যোগে এ ডিজিটাল ম্যারাথনের আয়োজন করা হয়। এ ডিজিটাল ম্যারথনে   অংশ নিতে প্রায় তিন শতাধিক মানুষ রেজিষ্ট্রেশন করে। সকলেই অ্যাপসের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ।
আজ শনিবার উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এই দৌড়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন, ২২ ইন্জিনিয়ার ব্যটালিয়ানের মেজর মোঃ শাহেদুজ্জামান, সরকারি কলেজর অধ্যাক্ষ গোলাম বারি,সহকারী কমিশনার (ভূমি)  অনুজা মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।
এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা – কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ  নান শ্রেনী পেশার মানুষ  অংশগ্রহণ করে।