ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে অসহায় মায়েদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।রোববার দুপুরে উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ বিতরনীতে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান প্রধান অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও মোক্তার হোসেন। এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে আয়সা সিদ্দিকাসহ সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে আয়সা সিদ্দিকা জানান, উপজেলার বিভিন্ন স্থানের অসহায় মায়েদের মাঝে ঈদ উপহার দেয়া হয়েছে। যাতে সমাজের সুবিধা বঞ্ছিত মায়েরা কিছুটা হলেও ঈদ ভালভাবে উদযাপন করতে পারেন।