রামপালে ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ 
আকাশ মল্লিক , রামপাল ( বাগেরহাট): বাগেরহাটের রামপাল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ২ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শুক্রবার ( ১ অক্টোবর) রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কবীর হোসেন এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার পেড়িখালী ইউনিয়নের জিগিরমোল্লা গ্রামের ফরিদ উদ্দিন শেখ গোপনে তার অপ্রাপ্তবয়স্ক কন্যা মরিয়ম খাতুন ( SSC পরীক্ষার্থী) ও সিংগড়বুনিয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার তার অপ্রাপ্তবয়স্ক কন্যা তাছলিম লামিয়া ( ৮ম শ্রেনী পড়ুয়া) কে বিয়ে দেওয়ার অনুষ্ঠান আয়োজন করেন।
গোপন সূত্রে জানতে পেরে এই দুই স্থানে অভিযান পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
এসময় কন্যাদের পিতার কাছ থেকে তাদের কন্যা পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দেবে না মর্মে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বাল্যবিবাহ প্রতিরোধে রামপাল উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।