রামপাল ( বাগেরহাট) প্রতিনিধিঃ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই শুভ লগ্নে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, এবং ঐতিহাসিক ৭ই মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট যথাযথভাবে আনন্দ উদযাপন করেছে। সেই ধারাবাহিকতায় বাগেরহাটের রামপাল উপজেলায় ৭ই মার্চ (রবিবার) বিকাল তিনটায় উপজেলার সবুজ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রামপাল উপজেলার নবাগত ওসি মোঃ সামসুদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শেখ মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল- মোংলা সার্কেল এএসপি আসিফ ইকবাল । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল থানার নবাগত ইউএনও কবির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান , এসিল্যান্ড শোভন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান গাজী, আক্তারুজ্জামান, ফকির আব্দুল্লাহ, তপন গোলদার, শেখ মুহাম্মদ আলী, মোঃ নুরুল আমিন, ডাঃ পলাশ, যুবলীগ সাধারণ সম্পাদক মনির হোসেন প্রিন্স, ছাত্রলীগ সভাপতি, হাফিজুর রহমান,সহ অন্যান্য ব্যক্তিবর্গ।পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।