রামপাল ( বাগেরহাট) প্রতিনিধিঃ ‘করোনাকালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে নারী দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালেআলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷ সোমবার ( ৮ই মার্চ) সকাল ১১ টায় উপজেলার ঝনঝনিয়া স্কুল মাঠ চত্তরে উত্তরণ সফল প্রকল্পের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান ৷
এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উত্তরণ সফল প্রকল্পের খুলনা কমিউনিটি ম্যানেজার (ফ্রুট এন্ড ভেজিটেবল) ড· নাজমুন্নাহার , আভ্যন্তরীণ অডিটর মারুফ হোসেন, সফল প্রকল্পের রামপাল সাপ্লাই চেইন প্রোগ্রাম অফিসার আশরাফুল হক, মনিটরিং অফিসার ফারহানা রহমান, কমিউনিটি পুষ্টি সেচ্ছাসেবিকা শিপ্রা রানী বিশ্বাস, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস ৷ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সফল প্রকল্পের রামপাল সাপ্লাই চেইন অফিসার চৌধুরী আবুল কালাম ৷ এদিন শ্রীরম্ভা এলাকার সোনিয়া বেগম, রামদেবপুর গ্রামের লিপিকা খান এবং শ্রীফলতলা গ্রামের রেশমিনা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ৷