রামপালে র‍্যাব-৬ অভিযানে প্রতারক আটক

আকাশ মল্লিক, রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপালে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র‍্যাব-৬। আটককৃত ব্যক্তির নাম এস এম আবু জাফর ( ৫৪) । সে রামপাল উপজেলার উজলকুড় গ্রামের মোঃ এবাদ আলী শেখ এর পুত্র।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উজলকুড় এলাকায় জালিয়াতি চক্রের সন্ধান পায় র‍্যাব। যে সরকারি অফিসের সীল মোহর নকল করে প্রতারনার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার ( ২১ নভেম্বর) বিকাল ৩ টায় উজলকুড় ফকিরবাড়ী হতে তাকে আটক করা হয় ।

এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সরকারী অফিসের সীলমোহর, সীলপ্যাড, বিভিন্ন টাকা পরিমানের ফাঁকা স্ট্যাম্প, কোর্ট ফি স্ট্যাম্প, এস এ খতিয়ান এর কপি, আরএস খতিয়ান এর কপি, জমির বিভিন্ন দলিলপত্র ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীকে রামপাল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছিল।