রামপাল ( বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে সুপার -৭ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় শহীদ মুনসুর স্মৃতি একাদশ ও ইসলামাবাদ যুব সংঘ অংশ গ্রহন করে। রামপাল ক্রিড়া পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল খেলায় শহীদ মুনসুর স্মৃতি একাদশ ২-০ গোলে ইসলামাবাদ যুব সংঘকে পরাজিত করে।

উল্লেখ্য ২৫ ফেব্রুয়ারী এ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয় এবং বিভিন্ন এলাকা থেকে ৮টি দল এ খেলায় অংশ গ্রহন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
রামপাল ক্রিড়া পরিষদের সভাপতি গোলাম আক্তার বাচ্চুর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আঃ হান্নান মোল্যা, সহকারী অধ্যাপক হামিদুল কবির চাইনিজ, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাংবাদিক মোঃ হাফিজুর রহমান, আয়োজক কমিটির পুষ্ঠপোষক ও রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সেখ সাদি, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন , ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া, দপ্তর সম্পাদক মোঃ জাহিদ, আইন বিষয়ক সম্পাদক সরদার রুবেল ,ছাত্রনেতা কাবির হোসাইন, মুস্তাফিজ, রিপন প্রমুখ। সন্ধা ৬টায় অনুষ্ঠান শেষ হয়।