রামু উপজেলা প্রতিনিধিঃ রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ব্যাঙডেবা গ্রামের মানুষ এখনো বিদ্যুৎতের দেখা পায়নি। উক্ত গ্রামে শতাধিক পরিবারে প্রায় ৭০০ মানুষের বসবাস। গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে দুইশ মতো ছাত্র-ছাত্রী পড়ালেখা করে। স্হানীয় জনসাধারণ জানান,হারিকেনের আলোতে ছাত্র-ছাত্রীদের পড়ালেখা করতে হয়। গনপ্রজাতন্ত্রী সরকার মাননীয় শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশর প্রত্যেক গ্রামে কারেন্ট যাবে কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে ব্যাঙডেবা গ্রামটি এখনো অন্ধকার রয়ে গেছে। উক্ত গ্রামের মানুষ দুঃখ প্রকাশ করে বলেন,তারা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কারণ গ্রামটিতে নেই কোনো যোগাযোগ ব্যবস্তা ফলে চিকিৎসার সংকট,বিদুৎ নেই এমন কি নেটওয়ার্কের টাওয়ার পর্যন্ত নেই। সকল সমস্যা থেকে উত্তরন খুজছেন ব্যাঙডেবার ৭০০ মানুষ। আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের সমস্যার সমাধান না পেলে আর কোনো সময়ে সমাধান পাবেনা বলে আশা করেন উক্ত গ্রামের মানুষ। এর কারণ জানতে চাইলে তারা বলেন,এই সরকারের সময়ে উন্নয়ন হচ্ছেনা এমন কোনো এলাকা নেয় তাই তারা তাদের এলাকার সমস্যার সমাধান চান।