লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর রায়পুর ৬ নং কেরোয়া ২ নং ওয়ার্ড তাম্বুর স্কুলের পশ্চিম পাশে মিজি বাড়ি ইসমাইল হোসেন (৩০) তার গৃহ বধূ রুপা (২১) কে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা,

রুপা (২১), পিতা- সাহাব উদ্দিন বাড়ি- মিজি বাড়ি (তাম্বুর স্কুলের পশ্চিম পাশে) গ্রাম- দক্ষিন কেরোয়া, ইউনিয়ন – ৬নং কেরোয়া ওয়ার্ড -২, স্বামী ইসমাইল হোসেন ( ৩০), পিতা- বাবুল গ্রাম- দক্ষিন কেরোয়া, ইউনিয়ন – ৬নং কেরোয়া,ওয়ার্ড – ২
স্বামী ইসমাঈল হোসেন কর্তৃক এতিম স্ত্রী রূপাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, ঘটনা ১১ (মার্চ) বেলা ৩ টায় মেয়েদের বাড়ির পাশ্ববর্তী বাগানে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে, শ্বাসরোধ করার চেষ্টা করে, চিৎকারে, ফ্যামিলির লোকজন ছুটে আসেন।
ইসমাইল ২ টা বিয়ে করে প্রথম বউ রুপাকে রেখে দ্বিতীয় বিয়ে করে অতঃপর প্রথম বউকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।
এবিষয়ে স্বামী ইসমাইলের প্রেমেলির কাছে জানতে চাইলে তারা বলে আমরা কিছু বলতে পারবো না।
রুপা রায়পুর থানায় আসে, রায়পুর থানার অফিসার ইনচার্জ রুপাকে চিকিৎসার জন্য । এ ব্যাপারে ওসি আবদুল জলিল বলেন থানায় কোন এখনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি, অভিযোগ দিলে ব্যবস্থা নেব, আর প্রতিপক্ষ বলছে এখন তারা মামলা করবে না।
এ প্রসঙ্গে রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন , তারা মামলা করলে ঘটনার সুষ্ঠু তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়, রুপা গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।