রাঙ্গাবালী ( পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধা ৬ টায় চরমোন্তা ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলমানের আয়োজনে চরমোন্তাজ স্লুইজ বাজার জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ শেষে মসজিদ মাঠে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা ফ্রান্সের পণ্য বর্জন ও ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।