কিশোরগঞ্জ (নীলফামারি)প্রতিনিধিঃ ২নং পুটিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ভেড়ভেড়ী মাষ্টার পাড়া নামক গ্রামের রাস্তার বেহাল অবস্থা! গত ৬/৭ মাস যাবৎ রাস্তায় চলাচল করা খুবই সমস্যা হচ্ছে, বিষয়টি স্থানীয় মেম্বার মোঃ মাহবুববর রহমান বাদশা ও চেয়ারম্যান মোঃ আবু সায়েম লিটন কে জানানো হলে ওনারা তা পরে করবে বলে ঘটনাটি উরিয়ে দেয়, এছাড়াও তেনারা আরো বলেন ও-ই কালভাট আমাদের তৈরি না আমরা কেন করবো, যারা তৈরি করেছে তারা ঠিক করে দিবে, ও-ই কালবাট তৈরি করেছেন গত নির্বাচনের ভাইসচেয়ারম্যান মোছাঃ মেরিনা (আজগর) ওনার সাথে দেখা করতে গেলে উনি না থাকায় ওনার বড়ো ছেলে মোঃ শাহিন আলম এর সাথে কথা বললে উনি পরে করবেন বলে বিষয়টি নিয়ে কোন গুরুত্ব দেওয়া থেকে বিরত থাকেন। এদিকে উক্ত বিষয় নিয়ে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মকছুদার রহমান (সাবেক মেম্বার ও অবসর প্রাপ্ত শিহ্মক), তিনি বলেন আমি বিষয়টি নিয়ে আলোচনা করে কাজটি করে দিব ইনশাআল্লাহ্। উক্ত বিষয়টি দৈনিক জাতির বার্তা সংবাদ পত্রের সাংবাদিক মোঃ শাকিল হোসাঈন বিভিন্ন লোকের সাথে কথা বললে ওনারা বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন।