রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণর্ জয়ন্তী উপলক্ষে মাহাতো ফাউন্ডেশনের আয়োজনে ১ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১টায় উপজেলার নিমগাছী শহর লাল মাহাতো টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ মাঠ চত্বরে মাহাতো ফাউন্ডেশনের সভাপতি ডা: শাপলা রানী মাহতোর সভাপতিত্বে তানোর উপজেলা নিবার্হী অফিসার ও মাহাতো ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সুশান্ত কুমার মাহাতোর সার্বিক তত্বাবধানে গ্রন্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, জেলা পরিষদ সদস্য ডা: গজেন্দ্র নাথ মাহাতো, উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাবেক সাধারন সম্পাদক শরিফুল আলম শরীফ, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাফিজুর রহমান, সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল রিপন, সোনাখাড়া ইউপি আ:লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ছানা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন লেখক ও গবেষক উজ্জল মাহাতো।
আলোচনা সভাশেষে ছাত্র-ছাত্রীদের হাতে প্রধান অতিথি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি আনুষ্ঠানিক ভাবে তুলে দেন।