রুপসায় আওয়ামীলীগ নেতার পুত্রের অকাল মৃত্যুতে এমপি ও এমপি পত্নী'র শোক প্রকাশ

রুপসায় আওয়ামীলীগ নেতার পুত্রের অকাল মৃত্যুতে এমপি ও এমপি পত্নী’র শোক প্রকাশ

মোঃ মোশারেফ হোসেন রুপসা
রূপসা উপজেলার ২ নং শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম বিশ্বাসের একমাত্র পুত্র পিয়াল বিশ্বাস দুর্ঘটনাজনিত কারণে অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা-৪ আসনের এমপি ও জননেতা আব্দুস সালাম মূর্শেদী এবং দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এনভয় গ্রুপের পরিচালক এমপি পত্নী সারমিন সালাম। পাশাপাশি মহোদ্বয়েরা নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর এক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন পিয়াল। সে শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসের একমাত্র ছেলে ।গত ২০ দিন ধরে মৃত‍্যুর সাথে যুদ্ধ করে (৫জানুযারী) ভোরে সে চলে গেল না ফেরার দেশে ।
পিয়াল পাইকগাছা থেকে খুলনায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারাত্বক ভাবে আহত হয়। রূপসা,তেরখাদা ও দিঘলিয়ার অভিভাবক খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা করান । পরর্বতীতে পিয়াল ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকলের প্রিয় পিয়াল না ফেরার দেশে চলে গেলেন।