রুপসা (খুলনা) প্রতিনিধিঃ রূপসা উপজেলার নবাগত নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম রূপসা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করেন। তিনি গত ১৬ মে দুপুরে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে পুস্প স্তাবক অর্পন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আদি ভিটা পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খান আ: জব্বার শিবলী, সাংবাদিক আ: কাদের, সাংবাদিক ফ ম আইয়ুব আলী, চিত্ত রঞ্জন সেন, সাংবাদিক বেনজির হোসেন, ইউপি সদস্য রিনা পারভীন, ইলিয়াছ হোসেন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম মাও: ফজলুল করিম।