রুপসা থানা পুলিশের অভিযান গাজা সহ গ্রেফতার ২
মোঃ মোশারেফ হোসেন রূপসা প্রতিনিধি: রূপসা থানা পুলিশ আইচগাতি অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ ২২অক্টোবর বিকালে ৬জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানাযায়, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন এর দিক নির্দেশনায় আইচগাতী ক্যাম্প ইনচার্জ এস,আই মোঃ নকিব ইকবাল,এ এসআই মোস্তাক, ও এ এসআই ফরহাদ অভিযান পরিচলনা করে আইচগাতী বশিরের মোড় এবং নন্দনপুর তালবন মাঠ হতে ২ কেজী গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করে। যাহার অবৈধ বাজার মূল্য (১০.০০০) দশ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার বেনাপোল উপজেলার বোয়ালিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেদুল (২১), একই জেলার সারশা উপজেলার নটাদিয়া গ্রামের নূর হোসেন এর ছেলে জাহিদুল হাসান (২০), বেনাপোল উপজেলার গ্রামের মশিউর রহমানের ছেলে দুলাল হোসেন (২০), রূপসার শ্রীফলতলা ইউনিয়নের নন্দন পুর গ্রামের মান্নান আকন্দ এর ছেলে আব্দুল্লাহ(৩৮), নন্দনপুর গ্রামের শাহাজান বেপারীর ছেলে মোঃসোহাগ বেপারী (২৪) ও তেরখাদা উপজেলার আনন্দনগর গ্রামের দাউদ মোল্লার ছেলে ফরহাদ মোল্লা (২০)। তাদের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরি করা হয়।
ডায়েরি নং-৫৬৪ তারিখ ২২.১০.২১ইং