রূপসায় নৌকা পেতে মরিয়া চেয়ারম্যান প্রার্থীরা
মোঃ মোশারেফ হোসেন রুপসা প্রতিনিধি
রূপসা উপজেলার পাঁচটি ইউনিয়নের চারটিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১১ই নভেম্বর গত নির্বাচনে একটু বিলম্বিত হতে ঘাটভোগ ইউনিয়নের নির্বাচন পিছিয়ে পড়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রচার প্রচারণায় নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা কেউ কেউ আবার দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এ ঘোষণা আসার পর নির্বাচনের প্রার্থীরা ও তাদের সমর্থক রা আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের নির্বাচনী কার্যকলাপের জানান দিচ্ছেন। আবার কেউ কেউ মোড়ে মোড়ে বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেছেন। তবে সব থেকে বড় মজার বিষয় হলো দলীয় প্রার্থীরা তাদের দলীয় মনোনয়ন অর্থাৎ নৌকা প্রতীক পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। রূপসার যে চারটি ইউনিয়নে নির্বাচন হবে সেগুলো হলো আইচগাতী,শ্রীফলতলা, টি এস বাহিরদিয়া ও নৈহাটি। মোট চার ইউনিয়নে ২৬ জন দলীয় মনোনায়ন আশা করছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন মসজিদে মসজিদে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং চায়ের দোকানে নির্বাচন নিয়ে বিভিন্ন রকম আলোচনা-সমালোচনা শোনা যাচ্ছে তাদের আলোচনায় উঠে আসতেছে কে হবে নৌকার মাঝি কে পাবে দলীয় নমিনেশন। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কদর বেড়ে গেছে যারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তারা ওয়ার্ড পর্যায়ের কর্মীদের মূল্যায়ন করছেন। মোট ২৬ জন দলীয় মনোনয়নের দাবিদার। দলীয় মনোনয়ন পেতে ৪টি ইউনিয়নে আ’লীগের সভাপতি -সাধারণ সম্পাদকের নিকট আবেদন ও সিভি জমা করেছে সংশ্লিষ্ট ইউনিয়নের নৌকা প্রতীক প্রত্যাশী ইউপি চেয়ারম্যান প্রার্থীরা। ২ অক্টোবর দিনব্যাপী এ অনুষ্ঠানে নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলবুলের নিকট আবেদন ও সিভি জমা পড়েছে ৮ জনের। তারা হলেন- যথাক্রমে বর্তমান চেয়ারম্যান ও নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলবুল, জেলা আওয়ামী লীগে সদস্য মোঃ জাহাঙ্গীর হোসের মুকুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য নোমান ওসমানী রিচি, সাবেক ইউপি সদস্য মোঃ মাবুব উল আলম, যুবলীগ নেতা আলহাজ্ব আবু আহাদ হাফিজ বাবু ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ বাদশা মিয়া। তাছাড়া আইচগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটনের কাছে আবেদনসহ সিভি জমা দেন ৩ জন।তারা হলেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,শেখ মোঃ মারুফ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি ও আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন মল্লিক। এছাড়া শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম বিশ্বাস ও সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানের নিকট ৮টি সিভিসহ আবেদন জমা দিয়েছেন। আবেদনকারীরা হলেন বতর্মান চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ,ম জাহাঙ্গীর,আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, শহিদ জমাদ্দার, শেখ আব্দুর জব্বার।অনুরূপভাবে টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর শেখ ও সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ হালদারের নিকট জমা পড়েছে ৭টি আবেদন। তারা হলেন বতর্মান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু,খান শাহজাহান কবির প্যারিস,সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র,শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, আওয়ামী লীগ নেতা শেখ মোঃ জমির হোসেন ও সাংবাদিক বুদ্ধদেব হালদার জুয়েল প্রমূখ। তাছাড়া বিকাল ৩টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন বাদশা ও সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু নিকট উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ৪টি ইউনিয়নে সভাপতি -সাধারণ সম্পাদক স্ব- স্ব ইউনিয়নের আবেদনপত্র হস্তান্তর করেন।