রূপসার কাজদিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত লটারি ড্র অনুষ্ঠিত
মোঃ মোশারেফ হোসেন রূপসা
 রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি সংক্রান্ত লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণের স্বতস্ফূর্ত অংশ গ্রহনের মাধ্যমে গত ২৬ ডিসেম্বর সকাল ১১টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এসএমসি’র সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।
ভর্তি লটারি ড্র অনুষ্ঠানে কাজদিয়া কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন। স্কুলের শিক্ষক আ: কাদেরের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান খাঁন শাহ জাহান কবির প্যারিস, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, প্রভাষক বাশির আহম্মেদ লালু, গাজী আমানুল্লাহ, সমাজসেবক হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় করেন । ভর্তি সংক্রান্ত লটারি পরীক্ষায় ৬০জন মেয়ে ও ৬০জন ছেলে, মোট- ১২০জন ছাত্র/ছাত্রীর নাম আসে এবং অতিরিক্ত ১৫জনকে ওয়েটিং রাখা হয়েছে। আজ ২৭ ও ২৮ তারিখ ছেলেদের ও আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর পর্যন্ত মেয়েদের ভর্তি হবে এবং অপেক্ষামান তালিকা পদ শুন্য ছেলেদের ভর্তি ৩০ ডিসেম্বর তারিখ ধার্য‍্য করা হয়েছে।