রূপসায় কর্ণপুর যুব সংঘের সাবেক সভাপতির মৃত‍্যু
 মোঃ মোশারফ হোসেন রুপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটী গ্রামের মৃত হানিফ সরদারের পুত্র, কর্ণপুর যুব সংঘের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনি (৪২) হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—- রাজিউন)। গত ২৬শে অক্টোবর বেলা ২ টায় তিনি বুকে ব্যাথা অনুভব করেন। তাঁর নিকট আত্মীয়রা তাকে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন বছর বয়সী এক কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর খবর শুনে তার বাড়ীতে উপস্থিত হন নৈহাটী ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিবউদ্দীন, খুলনা গেজেট’র স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম, ইউপি সদস্য মো. আলমগীর হোসেন শ্রাবন, রেশমা আক্তার। মরহুমের জানাযা নামাজ এশা বাদ কর্ণপুর জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন হাফেজ মো. খানজাহান।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফটো সাংবাদিক ফিরোজ চৌধুরী, কামরুল আহসান, সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম জহির, মোল্লা খায়রুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, এমপি’র প্রধান সমন্বয়কারী নোমান ওসমানী রিচি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম সরোয়ার হাওলাদার, রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি তারেক আহম্মেদ টিপু, আবু বক্কার মোল্লা, কর্ণপুর যুব সংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, মো. তারেক, জহির আল মামুন, আব্দুল হালিম, সাংবাদিক আব্দুল কাদের, মো. হুমাউন কবির, রবিউল ইসলাম বাবু, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নাজির শেখ, মো. নাজিম শেখ, শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, নিজাম উদ্দীন টিটু, মো. জামাল মোল্লা, বাবু মোল্লা, তরিকুল ইসলাম বারকি, নৈহাটী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ মোশারেফ হোসেন , সাংবাদিক বেনজির হোসেন, আব্দুল মজিদ, ফ, ম, আইউব আলী, তৌহিদুল ইসলাম কচি, আখতার খান, কর্ণপুর মোড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রবিউল ইসলাম, হালিম মোড়ল, ওসমান গনি। জানাযা নামাজ শেষে এনডিএস জান্নাতুল মাওয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।