মোঃ মোশারেফ হোসেন রূপসা:
“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মাট বাংলাদেশ গঠন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে এক র্যালী ও আলোচনা সভা গত ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় পরিসংখ্যান বিয়য়ের উপর বিষদ আলোচনা করেন খুলনা জেলা পরিসংখ্যান কার্যালয়ের টুকু বালা গাইন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদিবা সামস্।
সভয় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যাানার্জী, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, টিএসবি উইনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গির শেখ, মুক্তিযোদ্ধা আ: মালেক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবুন্দ।