রূপসায় নদী সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
রূপসায় নদী সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মোঃ মোশারেফ হোসেন রূপসা প্রতিনিধিঃ বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত নদী দূষন অবৈধ দখলদারিত্ব এবং অন্যান্য দূষন থেকে নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষা প্রকল্প (১ম পর্ব) এর আওতায় উপজেলা পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিকরন কর্মশালা গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের সফটওয়্যার ও ডাটাবেজ এক্সপার্ট শাহ আহম্মেদ শামসুল আরেফিন। বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,শিক্ষা কর্মকর্তা আব্দুর রব,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মারুফুল হক,পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,সাংবাদিক রাজু আহম্মেদ খান শহীদ,আঃ রাজ্জাক,ফ,ম, আইয়ুব আলী প্রমূখ। সহযোগিতা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার জিয়াউল হক,ফিল্ড অফিসার রিনি ফেরদৌসী,মোঃ আনারুল ইসলাম,মোঃ শহীদুল ইসলাম।