রূপসায় নব নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহন
মোঃ মোশারেফ হোসেন রুপসা
রূপসা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ বাক্য পাঠ সম্পন্ন হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৯ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ বিজয় মঞ্চ চত্বরে। ৫টি ইউনিয়ন- আইচগাতী, শ্রীফলতলা, নৈহাটী, টি.এস. বাহিরদিয়া, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ১৫জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যাগণ এবং ৪৫জন সাধারণ আসনের পুরুষ সদস্যদের এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোল্যা নাসির আহম্মেদ, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশার্রফ হোসেন, ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, স.ম. জাহাঙ্গীর, জেলা যুবলীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, শিক্ষক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আ: মালেক, বজলুর রশিদ আজাদ, মো. আলী আকবর, ইউসিসি’র চেয়ারম্যান আইনজীবি সুশিল কুমার পাল, মো. হাবিবুর রহমান প্রমুখ। শপথ বাক্য পাঠের আগে নব নির্বাচিত ইউপি সদস্যগণের মধ্যে বক্তব্য রাখেন পুরুষ ওয়ার্ডে সদস্য আকলিমা খাতুন তুলি, সরদার কামরুল ইসলাম।