রূপসায়  মুক্তিযোদ্ধার মৃত‍্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রূপসায়  মুক্তিযোদ্ধার মৃত‍্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
 মোঃ মোশারেফ হোসেন রুপসা
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন বামনডাঙ্গা গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা  ইন্তেকাল করেছেন। জানা গেছে, বামনডাঙ্গা গ্রামের মৃত আ: সামাদ মোল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা আ: সালেক আহম্মেদ মোল্যা (৭৫) দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। গত ২৬ ডিসেম্বর বামনডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে সন্ধ্যা ৫.২৭ টায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে ৫ সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। মরহুমের জানাযা নামাজ গত ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় উক্ত এলাকার মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। তাকে রাষ্ট্রিয় মর্যাদায় রূপসা থানা পুলিশের ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম ও শিয়ালী ফাঁড়ি ইনচার্জ মো. টিপু সুলতান সহ পুলিশের একটি চৌকশ দল গার্ডঅফ অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার (ভুমি) মো. সাজ্জাদ হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া, সহকারী ডেপুটি কমান্ডার সন্তোষ কুমার চিন্তাপত্র, খান দেলোয়ার হোসেন, টুকু মিনা, হানিফ মোল্যা, গোলাম মোস্তফা, খোকন শেখ, মোস্তাইন তালুকদার, জিন্নাত আলী প্রমুখ।