রুপসা(খুুুলনা) প্রতিনিধিঃ রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের হামলায় সাকির চৌধুরী (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
ঘটনার পর স্থানীয় এলাকাবাসি ও পরিবারের লোকজন সাকিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ব্যাপারে সাকিরের মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ রাত ১১টায় বাগমারা প্রাইমারী স্কুলের সামনে অপু ফার্মেসীর সামনে ঔষধ ক্রয়ের জন্য সাকির পৌছালে পরিকল্পিতভাবে পূর্ব থেকে ওত পেতে থাকা চুরি, ছিনতাই, মাদক সহ একাধিক মামলার আসামী মোঃ হেদায়েত হোসেন ওরফে (বে )(৪৩) তৌহিদ উদ্দিন ওরফে বোমারু তৌহিদ (৪৫) মোস্তা (২৮) শাওন হাওলাদার (২২) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন অতর্কিতভাবে হামলা করে। এসময় উক্ত সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে সাকিরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। আহতবস্থায় সাকির দৌড়ে পালাতে গেলে হামলাকারীরা তাকে ঝাপটে ধরে এবং এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে উক্ত হামলাকারীরা ঘটনা¯’ল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে তার পরিবার ও স্থানীয়রা সাকিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
প্রকাশ থাকে যে, ১৯৯৭ এবং ৯৮ সালের দিকে পূর্ব রূপসা বাগমারা স্কুলের সামনে হামিদা মঞ্জিলে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তৌহিদ শেখ বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে তার হাতের কবজি উড়ে যায়। সেই থেকে বোমারু তৌহিদ নামে এলাকায় পরিচিতি রয়েছে।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় অপরাধীদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।