রূপসায় সাংবাদিকের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীকে মারপিট, ইউপি চেয়ারম্যানের ভাই গ্রেফতার
মোঃ মোশারেফ হোসেন খুলনা প্রতিনিধি
দৈনিক পূর্বাঞ্চলের পশ্চিম রূপসা প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সদস্য এইচ এম রোকনের স্ত্রী জেসমিন আক্তার জুই (২৭) ও তার ভাইয়ের স্ত্রীকে ঝর্ণা বেগমকে (৩৫) মারপিট করার অভিযোগে আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ভাই আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
পূর্ব শত্রুতার জের ধরে আজ ১২ অক্টোবর সকাল ১০টায় লিটনের নেতৃত্বে ৫০/৬০ জন লোক রোকনের বাড়ি ঘেরাও করে গোটা পরিবার অবরুদ্ধ করে রাখে। একপর্যায় সকালে ভাত খাওয়া অবস্থায় রোকনের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীকে তুলে নিয়ে মারপিট করে।
পরে জেলা পুলিশ ও রূপসা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এসময় নির্বাচন পরবর্তী সহিংসতা ও মারপিট করার অপরাধে পুলিশ আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটনকে আটক করে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এই লিটন সরকারের গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
এঘটনায় সাংবাদিক রোকন বলেন, নির্বাচনের দিন আমার বাড়ি ঘেরাও করে রাখে তারা। পরবর্তীতে আমার সহকর্মীদের সহযোগিতায় আমি বাইরে বের হ য়ে খুলনায় গিয়ে জীবন বাচায়।
আমি থানায় অবস্থান করা অবস্থায় ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল মোবাইলে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। থানা থেকে এলাকায় ফিরলে হত্যা করা হবে বলেও মোবাইলে শাসানো হচ্ছে। এ কারণে তিনি চরম আতংকে রয়েছেন।