গাজীপুর প্রতিনিধি: আগামীকাল (বৃহস্পতিবার) বিকাল ৫টার মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দেওয়া হলে কাশিমপুর কারাগারের সামনে অবস্থান ও স্বেচ্ছায় কারাবরনের ঘোষনা দিয়েছে গাজীপুরের সাংবাদিকরা।আজ সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে এই ঘোষনা দেন গাজীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাহিম সরকার।
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে প্রেরনের প্রতিবাদে গাজীপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অধ্যাপক আমজাদ হোসেসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি অধ্যাপক এনামুল হক, সাধারন সম্পাদক রাহিম সরকার, সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন, সহ সভাপতি মোকসেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, দফতর সম্পাদক আবিদ হোসেন বুলবুল,প্রথম আলোর সাংবাদিক মাসুদ রানা, এমএ ফরিদ, মাহমুদা সিকদার,ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব অমিত  বক্তব্য রাখেন। পরে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায়  গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর জেলা রিপোর্টারস ক্লাব ও দৈনিক প্রথম আলো পত্রিকার সংবাদ কর্মীরা যোগদান করেন।