উখিয়া প্রতিনিধিঃউখিয়া থানার আওতাধীন যে গুলো বাজার রয়েছে বর্তমানে সবখানে থাকে গভীর যানজট, তবে উখিয়া এবং ব্যস্ততম বাজার কোটবাজারেই বেশি যানজটে ভোগান্তিতে পড়ে যায় স্থানীয় সাধারণ মানুষগণ। কোটবাজারের আরব সিটি থেকে উখিয়ার পালং গার্ডেন এবং উখিয়ার বাজার পর্যন্ত সকাল ও বিকাল তিনটার পর থেকে গভীর যানজট থাকে এই বাজার গুলোতে। স্থানীয়দের দাবি তারা আগে এই ধরণের কোন যানজট বা ভোগান্তিতে পড়ে নাই। এই রোহিঙ্গা আসার পর থেকেই এসব যানজট হচ্ছে তারা বলে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত যে এনজিও গুলো রয়েছে সবচেয়ে এর দায়ী তারাই। এই মধ্যে তো স্থানীরা তো বেকার তারা চাকরিও পাই না কেন তারা নানান ধরণের ভয়েও থাকবে ভোগান্তিতেও থাকবে চাকরিও পাবে না এটা তাদের প্রশ্ন এনজিওদের কাছে? এই যানজট এর কারণে এক মাসে প্রায় ৪-৫ জনের তরতাজা প্রাণও কেঁড়ে নিয়েছে এই লাগানো যানজটের যানবাহন। মৃত্যু ব্যাক্তি সবগুলোর বয়স ৩০ এর নিচে ট্রাফিক পুলিশ বলতেছে যে এই ধরণের যানজটে তারাও হিমশিম খাচ্ছে নিজেদের আয়ত্তে আনতে। এই যানজটের সমাধান কোথায়? কারোর জানা নেই এখন পর্যন্ত এই প্রশ্নটা আমি রেখে যেতে পারি?