করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় কারনে গত বছর মার্চ থেকে বাংলাদেশ সরকার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্য লকডাউন এর সিদ্ধান্ত নেয়, সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় দফায় দফায় লকডাউন দেয়া ,এর পর প্রথম দফায় লকডাউন শেষ হয় গতো বছর , করোনার দ্বিতীয় ঢেউ আবার শুরু হলে এবার ও লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয় সরকারের পক্ষ থেকে ,এর অংশ হিসেবে গত ০৫ এপ্রিল ২০২১ থেকে ১৬ এপ্রিল ২০২১ পর্যন্ত লকডাউন বাড়ানো হয় , লকডাউনে বন্ধ স্কুল কলেজ , বিশ্ববিদ্যালয় সবক শিক্ষা প্রতিষ্ঠান , বন্ধ রয়েছে গণপরিবহন কিন্তু বাস শ্রমিকদের কথা মাথায় রেখে আন্তঃজেলা গণপরিবহন চলাচল সিদ্ধান্ত দেয়া ৬ এপ্রিল থেকে , ঢাকা সহ বিভিন্ন জেলা শহর থেকে মানুষ ঈদ-উল-ফিতর এর উপলক্ষে নারীর টানে গ্রামে ফিরছেন বিভিন্ন পথ অবলম্বন করে , কেউ আসতেছে প্রাইভেট কার ভাড়া করে জনপ্রতি ২০০০ থেকে ২৫০০ টাকায় , কেউ এম্বুলেন্সে রোগীর বেশে আসসেন। পটুয়াখালী জেলার দুমকী থানাধীন লেবুখালী ফেরিঘাট এসে সরজমিনে দেখা গিয়েছে , বন্ধ দূরপাল্লার গণপরিবহন কিন্তু থেমে নেই জনগণ ,তারা লকডাউন উপেক্ষা করে চলেছেন নিজ গন্তব্যে। এক ভূক্তভোগী মোঃ সালাম এর সাথে কথা বলে যানা যায় তার ভাই শহিদুল ইসলাম ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে গতকাল বিকালে হঠাৎ তারা জ্বর হয় এবং সন্ধ্যায় দিকে হাঁপানি ওঠে তার রুমের অন্যান্য সহকর্মী তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে দেখার মতো কেউ নেই বাধ্য হয়ে তাকে লকডাউন উপেক্ষা করে ঢাকা যেতে হচ্ছে।এক প্রাইভেট কার এর ড্রাইভার সায়েদাবাদ নামিয়ে দিবে তাই ১৫০০ টাকা ভারা চাচ্ছে,,,