লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর রায়পুরে টমেটোর বাম্পার ফলন হলেও উপযুক্ত দাম পায়না চাষিরা। বর্তমানে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে মাত্র ৪/৫ টাকা দরে। বিক্রি করতে এসে দাম না পেয়ে অনেক কৃষক ফেলে দিচ্ছেন এই কষ্টের ফসল। আবার পঁচে যাচ্ছে ক্ষেতের টমেটো ক্ষেতেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রায়পুর উপজেলার উত্তর চরবংশী মেঘনা বাজারে কৃষকেরা টমেটো বিক্রি করতে এসে দাম না পেয়ে মেঘনা নদীসহ বিভিন্ন স্থানে ফেলে চলে যায়।প্রতি একর জমিতে টমেটো চাষ করতে ঐ এলাকার কৃষকদের প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়। আবাদের লক্ষমাত্রা অতিক্রম করে বিশাল এলাকায় টমেটো চাষ করে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকেরা।
বর্তমানে উত্তর চরবংশী চরইন্দুরিয়া, মেঘনা বাজার, হায়দারগঞ্জ, চরহোমনা বাবুরহাট, রাখালিয়া, মিতালী বাজার, মোল্লারহাঁটের চরকাছিয়াসহ প্রায় প্রতিটা বাজারেই মৌসুমের শুরুতে প্রতি কেজি ১০০-১২০টাকা দরে বিক্রি করলেও বর্তমানে প্রতি মণ বিক্রি হচ্ছে ১৬০-২০০ টাকা পর্যন্ত।