সাশ্রয়ী দাম -অপ্রতিদ্বন্দ্বী খাবার এমন সেবামূলক প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে উদ্বোধন হলো ফুড পার্ক চাইনিজ রেস্টুরেন্ট। ১১-০৫-২০২১ (মঙ্গলবার) সন্ধ্যায় লিল্লাহ মসজিদ মার্কেট, উত্তর তেমুহনী লক্ষ্মীপুরে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, নূরউদ্দিন চৌধুরী নয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত রেস্টুরেন্টের খাবার মান ও সেবা সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে রেস্টুরেন্টের উদ্যোক্তা গোলাম কিবরিয়া তুষার বলেন, সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা দিতে আমরা ফুড পার্ক বদ্ধপরিকর। রেস্টুরেন্টের খাবার ম্যানুর দিকে লক্ষ করলে দেখা যায় খাবার মূল্য সাধ্যের মধ্যে সবার গ্রহণযোগ্য।